অভি বিশ্বাস

“ না’বলা কথা ”

“ না’বলা কথা ”

বুকের ভেতর, দুখে’র ক্ষতে,
না’বলা অনেক কথা,
বলতে চাই, বলতে হবে,
শুধুই ব্যাকুলতা।

দেখব তোমায়,শুনব তোমায়,
একটু পাব বুকের মাঝে,
বৃষ্টি ঝড়ুক, দৃষ্টি পুড়ুক,
সোহাগ দেব একটু লাজে।

রাগ কমিয়ে, সঙ্গোপনে,
তোমায় ছোঁব একটুখানি,
গলবে বরফ, জলের মতন,
শীতল চোখের এক চাহনি।

মিটিয়ে দেব, মিটিয়ে নেব,
একজনমের সকল আশা,
সবটা শুষে, নিরুদ্দেশে,
নির্জনেতে বাঁধব বাসা।

তেষ্টা নিয়ে, দ্রষ্টা হয়ে,
মিটিয়ে নেয়ার আকুলতা,
বাড়ছে বাড়ুক, বলতে হবেই,
বলব তোমায় না’বলা কথা।

|| অভি বিশ্বাস ||

অভি বিশ্বাস

অভি বিশ্বাস

Leave a Reply