এই সময়ের দুটি উল্লেখযোগ্য পত্রিকা
১
সাহিত্য এখন

‘সাহিত্য এখন’ (বসন্ত ১৪২৯) একটি দ্বিভাষিক পত্রিকা।পত্রিকার ওপরেই লেখা আছে ‘মুখোশ না,সময়ের মুখ’—কথাটি যথার্থ।সময়ের অভিমুখ বুঝতে হলে, চেতনায় ধারণ করতে হলে , পত্রিকার এই সংখ্যাটি পাঠ করা খুবই জরুরি। অকাল প্রয়াত কবি নাসিম-এ-আলমকে নিয়ে লেখা আমার গদ্যটির কথা না উল্লেখ করলেও এমন অনেক বিষয় আছে ,যাদের কাছে আমাদের নত হয়ে শিখতে হবে। অমিতাভ মৈত্রের ‘রিলকের বিইং এবং নার্সিসাস’ কবি-অস্তিত্বের আত্মসন্ধানে প্রজ্ঞার ইতিহাস। সময়ের কবিতার এক ভিন্ন পাঠ যা লিখতে শুরু করেছেন দীপঙ্কর সেন। শ্যামশ্রী রায় কর্মকারের তরুণ কবির কাব্যভাষায় সমিধ গঙ্গোপাধ্যায়ের আপাত শব্দের ব্যবহার। এই সময়ের একটি অব্যর্থ সাক্ষাৎকার। তেমনি রূপম ইসলামের সুর-ঐশ্বর্যের সমসাময়িক পরম্পরার কাব্যবোধ। অমৃতা ভট্টাচার্য মনস্বিনীর প্রথম উপন্যাস ‘শেষ নাহি যে’-তে আছে বিশ্বদর্শনের ঐতিহাসিক সম্মোহনে একান্ত অবগাহনের সূত্র। তারপর আছে ফরাসি কবিতা,গুজরাটি কবিতা, ওড়িয়া কবিতার মরমি অনুবাদ। অন্যান্য আরও কত বিষয়। স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার অদম্য প্রয়াস প্রতিটি পৃষ্ঠা জুড়ে। হ্যাঁ আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তাই আপনাদেরও পাঠ করার পরামর্শ দিলাম।
যোগাযোগ : শ্যামশ্রী রায়কর্মকার, ২৩৭২/১, নয়াবাদ, কলকাতা ৭০০০৯৪, চলভাষ : ৮০১৩৭২৩১২৬, মূল্য ১৫০ টাকা।
২
শতানীক

‘শতানীক'(নববর্ষের সংখ্যা ১৪৩০) ভীষণভাবেই মন ছুঁয়ে গেল। সাহিত্যিক সাবিত্রী রায়ের ‘নীল চিঠির ঝাঁপি’-এর দীর্ঘ ইতিহাস সন্ধান করে লেখিকার জীবন ও সাহিত্য নির্মাণের এবং রাজনৈতিক মতাদর্শের নানা দিক উল্লেখ করেছেন। তথ্যপূর্ণ লেখাটিতে তাঁকে চিনতে সাহায্য করেছে বইকি! হিটলারের নাৎসী বাহিনীর ভয়াবহ অত্যাচারে তিনিও চুপ করে ছিলেন না,তাঁর উদ্বেগ,মানবিক চেতনা আমরা প্রায় ভুলতে বসেছি।তার সম্মুখীন করলেন আবার আমাদের । শতবর্ষে কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মূল্যায়ন করেছেন কবি শ্যামলজিৎ সাহা। লোকসংস্কৃতির উল্লেখযোগ্য বিষয় বোলান গান এবং গানের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন তাপসকুমার বন্দ্যোপাধ্যায়। কথাশিল্পী সমীর মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণা করেছেন প্রবীর রায়চৌধুরী। এছাড়া অনুবাদ গল্প, বড় গল্প, ছোটগল্প, অণুগল্প, এবং অজস্র কবিতা নিয়েই সংখ্যাটি তার বৃত্ত পূর্ণ করেছে। লিটিল ম্যাগাজিন হলেও এমন পরিপূর্ণতা খুব কম ম্যাগাজিনেই দেখা যায়।
যোগাযোগ: নিত্যরঞ্জন দেবনাথ, ১ নং ফার্ম সাইড রোড, ডাক-চুঁচুড়া আর.এস, হুগলি-৭১২১০২, চলভাষ:৯৪৩২৮৪৭৬২৪, মূল্য ১০০ টাকা।
আলোচক : তৈমুর খান
