সুযোগ হয় নি খুব কাছ থেকে দেখা,
পড়তে পড়তে চলে গেছি খুব কাছে;
পথে প্রান্তরে মল্লিকা ফোটা দেখে,
বুঝেছি আমার অনেকটা বাকি আছে।।
তোমার কবিতা ইতিহাস খুঁড়ে খুঁড়ে,
শুনেছে কান্না নারীদের চিৎকার;
তোমার কবিতা মুক্তির জয়গানে,
দূর্গার হাতে তুলেছে ইস্তেহার।।
আজ মধুমাস চৈত্রের মাঝখানে,
তোমাকে স্মরেছি পঙক্তির আবদারে;
তোমার কবিতা চাবুকের তেজ নিয়ে,
সাহস যোগায় আবছায়া আঁধারে।।
প্রবীর কোনার