inbound7179278548860691970
inbound7179278548860691970

পথ শিশুর কথা

পথের ধারে দেখি অনেক ছোট ছেলে মেয়ে
থাকে তারা করুণ মুখে ফ্যালফেলিয়ে চেয়ে।
উসকোখুসকো চুলগুলো সব ছেঁড়া নোংরা জামা
গ্রীষ্মকালের গরম সহায় শরীর থাকে ঘামা।

পায় না খেতে পেটটা ভরে খাবার কিছু তারা
দেখেও কেহ দেখে না তো দিতে পারে যারা।
অবহেলায় সময় কাটে মা বাবা হীন পথে
জন্ম থেকে মরণ অব্দি কষ্ট জ্ঞানীর মতে।

বর্ষাকালে জলে ভিজে চুপটি করে থাকে
শোনার মতো নেই যে কেহ বলবে তারা কাকে?
দুঃখ কষ্ট ভোগ করাটাই যাদের ভাগ্যে লেখা
দুখকে ছেড়ে সুখের দিকে বদলায় না তো রেখা।

শীতের সময় এদের দেখি ঠক-ঠকা-ঠক কাঁপে
এত কষ্ট সইছে কেন কী জানি কার পাপে।
পুরানো সব জামা কাপড় দিলে হতো ভালো
এই জগতে সবার মতো পেতো বাঁচার আলো।

অপুষ্টি আর খিদের জ্বালায় ধরে নানান রোগে
মাঝে মধ্যেই শরীর খারাপ করে কষ্টে ভোগে।
কেউবা বাঁচে কেউবা মরে জীবন পশুর মতো
কে বা রাখে এদের হিসাব ভাবে জঞ্জাল যতো।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

inbound7179278548860691970

রতন বসাক (শ্যামনগর)

Leave a Reply