মরিয়ম ও ঈসা(২পর্ব)
————-
•••••••আনোয়ার
একটু নীচে নেমে ফেরেশতা বললো- চোখের জল ফেলোনা ক্রমধারা।
চোখ মেলো, দেখো! তোমার পায়ের কাছেই প্রবাহিত এক ঝর্ণাধারা!!
খেজুর গাছে ঝাঁকি দাও! ইচ্ছে মতো তাজা-পাকা খেজুর খাও!
প্রবাহমান ঝর্ণাধারা থেকে পানি পান করো, আর চোখ জূড়াও!!
মানুষ দেখলে বলবে- দয়াময়ের উদ্দেশ্যে মানত করেছি মৌনতার!
অতএব, কিছু দিন কারও সাথে কথা বলবো না আর!!
অত:পর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে হাজির হলো।
সম্প্রদায় দেখে বললো- মরিয়ম! এ অদ্ভুত কান্ড কেনো করেছো বলো?
মরিয়ম তাদের ইঙ্গিত করলো ছোট্ট শিশুর দিকে!
আমরা কথা বলবো শিশুর সাথে! শুনে সম্প্রদায়ের মুখ হলো ফিকে!!
অকৎসাত! শিশুর মুখে কথা শুনে সম্প্রদায় হতবাক! যেনো চোখে-মুখে ধান্দা!
শিশুটি বললো-হে সম্প্রদায়, আমি মহান রব’র এক প্রিয় বান্দা!!
তিনি আমাকে শুধু কিতাবই দেননি, নবীও করেছেন!!
আমাকে বরকতময় করেছেন, সালাত কায়েম ও যাকাত আদায় করতে বলেছেন!!
আমি যে দিন জন্মেছি সেদিন ছিলো আমার প্রতি সালাম!
মারা যাবো যে দিন সে দিনও সালাম! পুনরুথ্বিত দিনেও থাকবে সালাম!!
প্রতিপালক বলেন- ইহাই হচ্ছে মরিয়মের পুত্র ঈসা’র নিরেট সত্য ঘটনা!
যা নিয়ে তার সম্প্রদায়গণ রটায় নানান রটনা!!
২১।০৩।২৩
Syed Anowar Hossain