inbound1557565007
inbound1557565007

পদ্য কবিতা

মরিয়ম ও ঈসা(প্রথম পর্ব)।
===========
——-সৈয়দ আনোয়ার

হে নবী! তুমি এই কিতাব মেলে ধরো।
কিতাবে উল্লেখিত মরিয়মের কথা বর্ণনা করো।।
মরিয়ম তার স্বীয় পরিবার থেকে বিচ্ছিন্ন হলো!!
পূর্ব প্রান্তে এক নিরালা ঘরে আশ্রয় নিলো।।
আমি(রব) মানুষের বেশে তার কাছে পাঠালাম ফেরেশতাকে।।
মরিয়ম হতচকিত ! দারুন চমকে উঠে তাকে দেখে!!
বললো মরিয়ম- দয়াময় প্রভুর আশ্রয় করেছি প্রার্থনা।
দোহায়! আল্লাহ সচেতন হলে আমার কাছে এসো না।
এ কথা শুনে ফেরেশতা বললো- আমি তো শুধু বার্তা বাহক তাঁহার!
প্রতিপালক দেবেন তোমায় এক পবিত্র পুত্র উপহার!!
কিন্তু কেমন করে? যেখানে কোনো পুরুষ স্পর্শ করেনি! নই ব্যভিচারিণী!
ফেরেশতা বললো-হুম্ এমনটাই হবে যা কখনো ভাবোনি!!
প্রতিপালক বলেন- এ তো আমার জন্য অতি সামান্য কাজ!
সে হবে করুনা স্বরূপ! মানুষের জন্য নিদর্শন! হবে মাথার তাজ!!
গর্ভে ভ্রূণ সচ্ঞারি হলে মরিয়ম লোকালয় থেকে দূরে চলে গেলো।
প্রসব বেদনায় সে এক খেজুর গাছের নীচে আশ্রয় নিতে বাধ্য হলো!!
কষ্টে আর্তনাদ করে বললো হায়! এসব ঘটার আগেই যদি মারা যেতাম!
তা হলে হয়তো মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম!!
২১।০৩।২০২৩

inbound1557565007

Syed Anowar Hossain

This Post Has One Comment

  1. Syed Anowar Hossain

    খুব ভালো

Leave a Reply