পরবাসী
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ১৯/০৪/২০২৩ ইং
~~~~~~~~~~~
ওই যে দূরে ঘাসের পরে
মেঘ ঘুমায়
কৃষ্ণ ছায়ায়
মুক্ত ফড়িং উড়ে যায়
আইল পেরিয়ে বাতাস মাড়িয়ে
ওখানেই রোদের পিপাসা
পানি নেই, শুকনো নদী , মৃত স্রোত
কৃষকের হা হুতাশ
মানুষই করছে মানুষের সর্বনাশ ;
ব্যক্তি স্বার্থে মানুষ
অন্যের ভালো চায় না কেউ
পকেটে আঘাত হানে অনটনের ঢেউ
অন্যায়ের মাত্রা সীমাহীন , বাড়ছে তো
বাড়ছেই প্রতিদিন
বর্ণ বৈষম্য সৃষ্টিতে মানুষ ভীষণ কুলীন
অত্যাচারীর দাপট ভারি
গরীবের একমাত্র সম্বল আহাজারি
মাঠের পরে মাঠ শস্য শ্যামল
তবুও পিষে মারছে দুর্মূল্যের যাঁতাকল
সংসার যেন এক বিশাল হাতি
যে কোনোভাবেই পুষতে হবে
লাভ নেই মিছে করে মাতামাতি
কারো পোয়াবারো কারো মুখে নেই হাসি
নিজ ভূমে হয়ে আছি যেন পরবাসী।
স্বপন কুমার বৈদ্য