পরাজয়
উমর ফারুক
পৃথিবীর অসুখে হাসছে সময়
রক্তদানে হাসছে না
শুঁকনো মরুর এই শহরে
প্রাণের বাঁশি বাজছেনা।
লক্ষ কোটি মরছে যে প্রাণ
রক্ত পাতে বন্যা হয়
মানুষ তো নয় পশু কখনো
শত্রু নিয়ে সন্ধ্যে হয়।
এই পৃথিবীর স্বাদ পেয়ে আজ
হাঁটছে মানুষ রাজপথে
বানিয়ে মানুষ ছুঁড়ছে বোমা
অমিল হলে মতামতে।
এই পৃথিবীর অশেষ কৃপা
সত্য ভুয়ার মামলা হয়
মিথ্যা লড়ে জয়ী হলেও
সত্যটার হয় পরাজয়।
উমর ফারুক