পাওয়া না পাওয়া
কলমে – শ্রী রাজীব দত্ত
ভালোবাসা যে পায়
সে ধরে রাখতে জানে না।
আর যে ভালোবাসা পায় না
সে ভালোবাসার সমীকরণই বোঝেনা।
সব পাওয়া হয়তো এ জীবনে,
কখনোই সম্ভব নয়,
বারবার প্রেমিকের দল
ব্যর্থ, নিরাশায় বিভ্রান্ত হয়।
কিছু সময়ে পর হারিয়ে যায়
সাগরের উত্তাল ঢেউ সম প্রেম,
কোন একদমকা হাওয়ায়
স্বপ্ন দেখা স্বপ্নগুলোই
ভেঙে চুরমার হয়ে যায়।
অচেনা কোন শক্তিতে
মিলনের পূর্বেই ছিন্ন হয়,
আগে থেকে গেঁথে রাখা, মালাটিও।
কত যুগল আজ, কেবলই একলা,
নির্জন কোন চার দেয়ালের মাঝে,
স্বপ্নগুলো দেয় হৃদয়ে দোলা।
আর যার প্রেম পরিণতি পায়
তারা কি সত্যি খুব ভাগ্যবান?
নাকি তারাও একসময় হার মেনেছিল,
মেনে নিয়েছিল পরিস্থিতির কথোপকথন।
আমরা যারা দিশেহারা
ভালোবাসা সীমানাপার করে বাঁধন হারা,
মোরা হতে কি পারবো কখনো?
আবার ভালবাসায় আত্মহারা।
শ্রী রাজীব দত্ত