কবিতা – পাগল প্রেমিক
কলমে – শ্রী রাজীব দত্ত
আমি বড়ই অগোছালো
জীবনের হিসাবটা ঠিক মেলেনা,
আমাকে গুছিয়ে রাখার জন্য,
একটা পাগল প্রেমিক চাই।
যে আমার ঠিক – ভুল গুলো বুঝিয়ে দেবে,
না জানালেও, মনের কথাগুলো ঠিক বুঝে নেবে,
অন্তত আমার আমি কে, চিনে নেবে।
মন খারাপের সঙ্গী হবে,
ঠিক তেমনি, এক পাগল প্রেমিক চাই।
বেরঙিন এই জীবনটাকে,
যেমন খুশি রঙে, রাঙিয়ে নেবে,
ভালো না লাগার ইচ্ছে গুলো,
নিজের ভালো লাগাতে জড়িয়ে নেবে,
এমনই একটা পাগল প্রেমিক চাই।
গভীর শীতের উষ্ণ ছোঁয়ায়,
কিংবা গরম ভাতের ধোঁয়ায়।
আমায় অনেকটা শান্তি দেবে,
আমার অশান্তিরাও স্বস্তি পাবে,
ঠিক এমনই একটা পাগল প্রেমিক চাই।
আমার এলোমেলো কথাগুলো,
তার কবিতার লাইন হলো,
আমার শরীরের গন্ধে ,
তার হৃদয় অনুভূতি পেল,
আমার এমনই একটা পাগল প্রেমিক চাই।
আমি যাকে নিয়ে হারিয়ে যাব,
হারিয়ে গিয়েও আবার, নিজেকে খুঁজে পাবো
তার মনের মনি কোঠায়,
তার অফুরন্ত ভালবাসায়,
ঠিক এমনই একটা পাগল প্রেমিক চাই।
কোন এক দমকা হাওয়ায় ,
তার এলো চুল একরাশ কালো মেঘের মত,
আমাকে যত্ন করে আগলে রাখবে,
ভুলে গিয়ে সব পুরনো ক্ষত,
আমার ঠিক এমনই একটা পাগল প্রেমিক চাই।
আমি দিশেহারার মত খুঁজে যাই,
সকলের মাঝে, যে তাকে পেতে চাই,
কোন দূর দেশে অচিনপুরে তাকে পাই?
আমি সত্যি সত্যি একটা পাগল প্রেমিক চাই।
শ্রী রাজীব দত্ত