পাথেয়
—দীপক বেরা
🍁
গৃহপালিত জীবন সত্য, প্রবাসে সন্ন্যাস সত্য
চলমান দিন যেভাবে যেমন যেদিকে যতটুকু ভাঙে
গড়িয়ে চলি আমাদের কালবৃত্তে নিয়তির কুহকে
ভ্রমণে ভ্রমণে কখনো বেজেছে ক্ষয়ের দামামা
অন্ধকারের ছায়ার নিচে সাজিয়েছি পাপাচার
চোখে ফুলের প্রলাপ মেখে বিস্মিত হয়েছি যতটুকু
সেটুকুই জীবনের বোধি, সেটুকুই নির্মাণ..
সূর্যাস্তের দিকে জৈবজীবন মৃদু মৃদু গড়াচ্ছে এখন
সত্যাসত্যের যোগ-বিয়োগে পাথেয়টুকু রেখে
মুক্তির খোঁজে, শেষে কৃষ্ণগহ্বরে হারিয়ে যাওয়া..
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১২|০৫|২০২৩
DIPAK BERA