You are currently viewing পারাপার

পারাপার

প্রচণ্ড শীতেও অপেক্ষা করতে হয়
লার্ভার বিলুপ্তি দেখার জন্য,
প্রেম পূর্ণতা পায় স্বচ্ছ অনুভূতি নিয়ে,
একটুকরো চাঁদ ঝলসানো রুটির মতোই ছুটি চায়
মধ্যরাতের আলাপনকে কুর্নিশ করে।
স্মার্টফোনের স্ক্রিন ছুঁয়ে কেটে যায় সময়,
মহামারী কে বুড়ো আঙুল দেখিয়ে
ট্রেন বাসে ঠাসাঠাসি, অফিস আদালত।
কুয়াশার আক্রমণে ঘাট খুঁজে মরে মাঝি
ছলাৎ শব্দের মাঝে নাড়ির টান
কখন ভালোবাসা জানাবে দাঁড় পাল নৌকো
বুক বেঁধে বসে থাকে সিঁড়ির কয়েকটি ধাপ।

inbound8110666098241365199.jpg

মানবেন্দ্র পণ্ডিত

Leave a Reply