You are currently viewing প্রতিবাদের আওয়াজ

প্রতিবাদের আওয়াজ

কবিতা – প্রতিবাদের আওয়াজ
কলমে – শ্রী রাজীব দত্ত

জেগে ওঠো ঘুমন্ত শ্রমিকের দল
কোদাল, কাস্তে হাতে চলো মাঠে,
এই মাঠ যে, মাটি কোপানো মাঠ নয়,
এ মাঠের অবচেতন মনের জমিতে
আঁচড় কাটতে হয়।

আগুন জ্বালো তোমার মনে …
পুড়ে ছাই হোক সব কুসংস্কার আর ভ্রান্ত ধারণা।
আবার নতুন করে আগুন জ্বালো চোখে
তোমায় দেখে, জেগে উঠুক জাতির অণুপ্রেরণা।

দেওয়ালে পিঠ ঠেকেছে বহুদিন হল,
নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর মোদের সময় এলো,
গর্জে ওঠো সব সীমানা ছাড়িয়ে,
সব বাধা বিপত্তি আর লাল চোখকে এড়িয়ে।

সময় এসেছে ঘুরে দাঁড়ানোর
প্রতিটা আঘাতের, প্রতিশোধ ফেরানোর,
অনেক হয়েছে চুপ করে থাকা,
মুখোশের আড়ালে মিথ্যেকে ঢেকে রাখা।

আমরাই পারি সত্যকে জয় করতে,
মিথ্যের আশ্রয় থেকে চিরতরে সরে থাকতে,
চলো নতুন করে আওয়াজ তুলি একটু ভালো থাকার,
তোমার আমার আপনজনকে, ভালো রাখার।

আবার ঘুমিয়ে পরো না বন্ধু
দিন যে শেষ হয়ে এলো,
ভয় আর অজুহাতকে দূরে সরিয়ে
বারে বারে প্রতিবাদের আওয়াজ তোল।

inbound3103670611987806891.jpg

শ্রী রাজীব দত্ত

Leave a Reply