হে প্রভু তুমি এমন করে
কেন আমায় ডাকো
মিনতি আমার একটু খানি রাখো
ধরনী আমার হয়নি দেখা,
খানিকটা বাকি আলোক রেখা।
আলোক পাখির দেখা পেলে
প্রভুর ডাকে সাড়া মেলে,
পাড়ি দেবো ঘর ভমোলে।
প্রভু মিনতি তোমার চরণ তলে
যদি বল আর আলোক নাই,
মৃত্যু শুধা পান করে
প্রভু তোমার দর্শন চাই।
মোঃ আলী সোহেল