You are currently viewing প্রেমের বিরহ যন্ত্রণা

প্রেমের বিরহ যন্ত্রণা

নির্ঘুম রাত্রি গুলো বড্ড যন্ত্রণা দায়ক
প্রতিটি মুহুর্তেই হৃদয়ে হয় রক্তক্ষরণ,
তুমি ছাড়া একাকী কাটে না যে প্রহর
হৃদয়ে বিষাদ জ্বালা হবে বুঝি মরণ।

তোমার কথা যখন ভিষণ মনে পড়ে
বিবর্ণ রক্তচক্ষু দু’টো করে টলোমল,
চেয়ে থাকি ফিরে আসার অপেক্ষায়
আমি তোমারি প্রেমের বড্ড মাতাল।

কত অচেনা পথে খুঁজেছি তোমাকে
পৃথিবীটা যে আঁকা গোলাকার বৃত্তে,
তুমি আসবে বলে শূন্য পথের দিকে
আমি শুধু চেয়ে থাকি নিভৃত চিত্তে।

এমন কোন উপায় নেই ভুলে থাকার
কোন মায়ার বাঁধনে বাঁধলে আমায়,
রাত্রি গভীর হলেই বুকে বিরহ যন্ত্রণা
এই চোখ দু-টো অশ্রু ঝরে বেদনায়।

আমার অতৃপ্ত আশা অনুভূতিহীন
প্রেমের স্মৃতি ভাসে দুঃখের জলে,
বৃথা এ জীবন মম বুঝি অবশেষে
হৃদয় ক্ষতবিক্ষত কষ্টের দাবানলে।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

inbound2837101874698712510.jpg

হাবিবুর রহমান নীরব

Leave a Reply