You are currently viewing ফিরে দ্যাখো

ফিরে দ্যাখো

ফিরে দ্যাখো
শ্রী রাজীব দত্ত

ঘড়িটা বদলে গেছে,
শুধু সময়টা বদলায়নি।
মানুষ টা চলে গেছে ,
তবু ভালোবাসা শেষ হয়নি।

ভেবেছিলাম নিজেকে ভুলে যাবো,
তবু আমার আমিকে, চিনতেই পারিনি।
যা স্বপ্ন দেখেছি তা কেবলই স্বপ্ন,
বাস্তবে সম্ভব হয়নি।

কিছুই না পেয়ে, বেশ কিছু হারিয়েছি,
যে টুকু পেয়েছি,
সেটাও ধরে রাখতে পারিনি।
ভাবনার মরুপথে আমি অন্ধ পথিক,
সবাই ছেড়ে গেছে সঙ্গে কেউই থাকেনি।

বহু পথ হেঁটে আজ পা দুটো বড়ই ক্লান্ত,
বয়সের ভিড়ে চঞ্চল মনটাও আজ শান্ত।
যেদিন চলেগেছে, সে আর ফিরবেনা,
তাই অতীতকে ধরে রাখলে,
আগামীতে সুদিন আর আসবেনা।

inbound8955715016719492159.jpg

শ্রী রাজীব দত্ত

Leave a Reply