বইয়ের মাঝে জগৎ দেখি,
বই খুলে দেয় হৃদয় আঁখি ;
বই পড়তে যে ভালোবাসে –
তাকে সারা জগত দেখি।
বইকে যাঁরা করেছে আজ,
জীবন চলার সাথী ;
তাদের মাঝে পাওয়া যায় –
সত্যের চাবিকাঠি।
সৃষ্টির মাঝে অমর তাঁরা,
পড়ছে যারা বই ;
সৃষ্টি জগৎ তাদের নিয়ে –
করতে হইচই।
-মুহাম্মদ বোরহান উদ্দীন। চট্টগ্রাম।
প্রথম প্রকাশ: মার্চ ২০১৯ ইং।
-মুহাম্মদ বোরহান উদ্দীন।