“শাশুড়ি মাগো কোথায় তুমি🥰
ডাল পুড়িয়ে স্তব্ধ আমি🤧
“বলিশ কি রে হতচ্ছাড়ি😮
এই শিখলি বাপের বাড়ি🙄
“বাপের বাড়ি টিভি দেখতাম 🖥️🥴
অবসরে বই পড়তাম
বাপের আমি আদরের কন্যা🙂
শেখা হয়নি রান্না বান্না🙂🥀
তাই তো আজ পাচ্ছে কান্না😞”
🤫 “হয়েছে হয়েছে এবার থাম😟
🧐 করতে হবে না এসব কাম🥰”
🤣” তা বললে কি হবে শেষ!😟
শিখিয়ে দিলে পারব বেশ😃”
” শিখতে হবে না যা তো ঘরে🏘️
😛 ছেলেটা আমার একলা মরে😁”
🤭কী যে বলেন শাশুড়ি আম্মা🤔
😝আমার বুঝি লাগে না লজ্জা🤭”
🤭 “ওরে আমার লজ্জাবতী”🥱
🤭 দাদী হতে চাই অতি জলদি😃😳
Md Abir Hasan