You are currently viewing বরফ ওয়ালা

বরফ ওয়ালা

এই গ্রীষ্মকালীন, দাবদাহের নিরালা ভরদুপুরে
মালাই বরফ, আইসক্রিম, জীবন ঠান্ডা, কুলফী।
হেঁকে – ডেকে ফেরি করে, ঘুরে পাড়ায় পাড়ায়
এদিকে ঘরের বাচ্চারা অতি গরমের জ্বালায়।
ঠান্ডা জলে বারি বারি গলা ভেজানোর তাড়ায়
ডাক শুনেই ছুটে আসে, টাকা হাতে ঘরের বাহিরে।
দু পয়সা রোজগারের তরে, সাইকেলে ভরদুপুরে
বরফ ওয়ালা ফেরি করে হাটে বাটে, দোরে দোরে।
নিজ কচি কাচাদের মুখে অন্ন তুলে দেওয়ার তরে
বেকারত্বের দুঃসহ জ্বালায়, বিশ্রাম – ঘুম ছুটে যায়।
গলা যায় বসে, বরফ বরফ – – – চিৎকার করে করে
দুটি পয়সা উপার্জন করতে না পারলে বল তবে
দিন আনা দিন খাওয়া গরীবের সংসার কি ভাবে চলে ?

Screenshot_20230417-134702_Facebook.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply