inbound2990530888017876391
inbound2990530888017876391

বসন্ত শেষে

নীলাকাশ ভরা অজস্র তারায়
তরুশাখা সব ফুলে ফুলময়।
বসন্ত বিদায় ক্ষণে এলো দরবারে
মন কাঁদে সখা তোমার বিহনে।
কত হাসি গান,কত মধুর কথামালা!

জড়ায়ে দিয়েছো , কুসুম কবরী ঘিরে
পড়ায়ে দিয়েছো প্রিয় নূপুর নিজ হাতে ।
বসন্ত শেষে নব বরষের প্রারম্ভে —
আমারে গেঁথে নিও তুমি তোমার,
নির্মল, পবিত্র হৃদয়ের তন্ত্রীতে!
প্রীতির সুরে সুরে তোমার মনোগীতে।

শিমুল কিংশুকের রক্তিম শাখায়,
অশোক-দলের পরতে পরতে তুমি ওগো
আমার অন্তর জড়িয়েছো মধুর মায়ায়!
মাধবী বিতানে প্রিয় হাতে হাত রেখে —
কথাগুলো সব গেছে বুঝি হারিয়ে।
শুধু অপলকে চেয়ে থাকা নীরব নয়নে নয়নে!

inbound2990530888017876391

Chhanda Paul

Leave a Reply