inbound6793158472441489480
inbound6793158472441489480

বাংলাদেশ

বাংলাদেশ তুমি কেন
তোমার মায়ার বাঁধনে আমায় জড়ালে!
তোমায় ছেড়ে কি করে
যাব ঐ দূর-দূরান্তে।
তোমার স্নিগ্ধ ভালোবাসায়,
তোমার কথা বলে বেড়ায়!
তুমি যে মোর জীবনচক্রে আলো চায়ায়
তুমি বল কি করে মোরে ভুলিব তোমায়।

inbound6793158472441489480

মোঃআল-আমিন

Leave a Reply