*বাস্তব আর কল্পনার মাঝে তুমি শব্দের যাতায়াত*
বাস্তবের তুমি শব্দটা ভীষণভাবে চেনাজানা, গভীরভাবে মনকাড়া হলেও সংস্পর্শের বাইরে হওয়ায় তৃপ্তির আস্বাদ মেলে না।
কল্পনার তুমি শব্দটা নিছকই অলীক স্বপ্ন মাত্র। কিন্তু স্বপ্ন হলেও সংস্পর্শে আসে তাঁকে স্পর্শ করে প্রশান্তির সন্ধান মেলে।।
©প্রিয়াঙ্কা🍁
Priyanka Ghosh