বিবাহ
মুহাম্মদ আলাউদ্দিন স্বরুপী
হে দায়িত্বশীল মানব
বিবাহকে কর সহজ,
কঠিন নিয়মে নষ্ট হচ্ছে
শত সরল যুবক।
কি খাওয়াবে, এটা যদি হয় বাঁধা
রিজিকের মালিক যে আল্লাহ
তাহলে কেমনে রাখলে তাতে আস্তা
চাকরি আছে, আছে শারীরিক ক্ষমতা
আরো বড় হও এটা কেন?
তাহলে সামাজিক নীতিমালা।
উন্নতির জন্য যদি বিবাহকে করা হয় বিলম্ব,
বিবাহহীন যুবসমাজ যে অবনতির সমারহ।
চারিত্রিক সৌন্দর্যের জন্য কত আয়োজন,
বিবাহহীন চরিত্র যে কলুষিত শতজন,
হে কল্যাণকামী মানব
বিবাহকে কর সহজ,
বিবাহের বন্ধনে হবে যে
যুবসমাজ বড় মহৎ।
অবাধ্য শত যুবসমাজ আজ
নেশার ঘরে বিভোর
লক্ষ্যহীন তারা যে আজ
সমাজের কালোঘোর।
মধ্যরাত পযর্ন্ত তারা আড্ডায় দিশাহারা,
ঘরে ফেরে চোখের জেনায় মত্ত দোষে তারা,
কে বাঁচাবে আজ তাদের
এই গুনাহের ঘর থেকে,
সবই যে ব্যস্ত বড় অবুঝ মন নিয়ে।
মুহাম্মদ আলাউদ্দিন স্বরুপী