পাত্রি দেখার নিয়ম,,,
১/ শুধু পাত্রই পাত্রী দেখতে পারবে। তার চাচা,মামা,খালু প্রমুখ কেও দেখতে পারবে না। হারাম। যেটা বর্তমান সমাজে অহরহ দেখা যায়। পাত্রী পক্ষেকেও সতর্ক হতে হবে।
২/ পাত্রীর শুধু মাত্র হাতের কবজি,পায়ের টাখনু পর্যন্ত, মুখের ফেসটুকুই দেখতে পারবে। বাকি শরীর কাপর সহ একাদিকবার দেখতে পারবে তাকিয়ে থাকতে পারবে। কিন্তু বর্তমান সমাজে চুল দেখার যে,রীতি তা সম্পুর্ন ভুল। ও নিষিদ্ধ।
৩ / দুজনে কথা বলতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না। যেমন, বর্তমানে আংটি পড়িয়ে থাকে। নিষেদ।
৪/ পাত্র-পাত্রি নিজেদের মাহরাম ছাড়া কোন রুমে আলাদা থাকতে পারবে না। সে জন্য পাত্রের সাথে তার মা, বোন,, থাকবে তারা পাত্রিকে নিয়ে আসবে। আর যদি পাত্র আলাদা গরে বসে থাকে তাহলে পাত্রীর সাথে তার মাহরাম পুরুষ যাবে। বাপ,ভাই প্রমুখ।
৫/ পাত্র-পাত্রি দুজনে স্বাভাবিক সাজসজ্জা করতে পারবে তবে অতটা বেশি নয় যে, অপরপক্ষ ধোঁকা খায় ;
যেমন,, সাদা চুল-দাড়ি কালো করা। মেয়ের জন্য কালো ঠোট লিপস্টিক দিয়ে ঢেকে রাখা, স্যামলা কে মেকাপ করে সাদা করা,, খাটো কে হায়হিল দিয়ে লম্বা করা।
৭/দেখতে গিয়ে হাদিয়া দিতে পারে,, বই,বা নগদ টাকা তবে এটা জরুরি না।
আল্লাহ সঠিক বুঝ দিন। আমিন।
আরাফাত হোসেন