You are currently viewing বিরহী প্রহর

বিরহী প্রহর

বিরহী প্রহর
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ২৫/০৪/২০২৩ ইং
~~~~~~~~
এক পা দুপা করে কাছে আসা
এর পর ভালোবাসা
ধীরে ধীরে মনের গভীরে প্রবেশ
রাত জুড়ে থেকে যায় দিনের
সবটুকু রেশ
বৃষ্টি ভেজা মনের সকাল
কিছু কিছু সোনালি রোদ্দুর
ভালোবাসার স্রোতে ভাসিয়েছি গা
জানিনা যেতে হবে আর কতোদূর !
স্বপ্নগুলো আজীবন বেঁচে থাক
অভিমান জাহান্নামে যাক
শুক্তির গর্ভে যেমন মুক্তা থাকে
ভালোবাসাও তেমনি হৃদয়ে ছবি আঁকে
বৃষ্টি নামুক আসুক ঝড়
পাখির মতো উড়ে যাক বিরহী প্রহর
মন উড়বেই উড়বে
ভালোবাসা মনের চারপাশে লাটিমের
মতো শুধুই ঘুরবে।

IMG_20230401_163307.jpg

স্বপন কুমার বৈদ্য

Leave a Reply