ভালবাসায় জমুক মধু
বিশ্বনাথ পাল
যায় কি চলে
পথের ধুলো
আসছে পায়ে
আমার ঘরে।
অনেক রকম
ভুলের ধরণ
চারিদিকে
আমায় ঘেরে।
কালো কাক
আর শাদা বক
দিব্যি থাকে
একই ডালে
কেউ জানি না
কি হবে ছাই
ডাল ভেঙে
কি অগাধ জলে?
বাঁচাতে বড় সাধ
যে আমার
সুখের প্রতি
খুব যে দরদ
অন্যের খাবার
কেড়ে না খেলে
হবে না কো
মস্ত মরদ।
ধুলোর পরে
ঘৃণা করে
আসতে হবে
ধুলোর কাছে
ধূলোয় ধূসর
হবার ঝোঁকে
পর করি তাই
এই আমিটাকে।
যে আমিতে
বিষ জড়ানো
স্বার্থের গন্ধ শুধু
সেই আমি হোক
পুড়ে খাঁক
ভালবাসায়
জমুক মধু।
বিশ্বনাথ পাল