You are currently viewing বিশ্বনাথ পাল

বিশ্বনাথ পাল

ভালবাসায় জমুক মধু
বিশ্বনাথ পাল

যায় কি চলে
পথের ধুলো
আসছে পায়ে
আমার ঘরে।
অনেক রকম
ভুলের ধরণ
চারিদিকে
আমায় ঘেরে।
কালো কাক
আর শাদা বক
দিব্যি থাকে
একই ডালে
কেউ জানি না
কি হবে ছাই
ডাল ভেঙে
কি অগাধ জলে?
বাঁচাতে বড় সাধ
যে আমার
সুখের প্রতি
খুব যে দরদ
অন্যের খাবার
কেড়ে না খেলে
হবে না কো
মস্ত মরদ।
ধুলোর পরে
ঘৃণা করে
আসতে হবে
ধুলোর কাছে
ধূলোয় ধূসর
হবার ঝোঁকে
পর করি তাই
এই আমিটাকে।
যে আমিতে
বিষ জড়ানো
স্বার্থের গন্ধ শুধু
সেই আমি হোক
পুড়ে খাঁক
ভালবাসায়
জমুক মধু।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

IMG_20230119_131858_2-1.jpg

বিশ্বনাথ পাল

Leave a Reply