You are currently viewing বৃষ্টি ও রোজা

বৃষ্টি ও রোজা

বৃষ্টি ও রোজা
উমর ফারুক

তিনটি রোজা এলো বিকেলবেলা
বৃষ্টি ভিজে হয়েছে খুব শীতল
ক্ষুধার কামড় ভাসছে সবুর ভেলা
খুশির চোটে সেগুন পাতার কী দোল!
বাতাস ভারী লাগচে গায়ে গায়ে
নাচের তালে হারিয়ে যাওয়ার সুখ
কেউ খুশিতে চুমুক লাগায় চায়ে
কেউ সিয়ামে বন্ধ রাখে মুখ ।
আধখানা দিন ক্ষুধার জ্বালা সয়ে
তপ্ত দুপুর সাড়ে বারোটার ডাক
নামাজ শেষে চোখ মেলি যেই বইয়ে
বৃষ্টি বলে বইটি এবার রাখ।
বৃষ্টি এলো গোলাপ করে স্নান
এই বৃষ্টি রোজ আসুক না বিকেলে
শুঁকনো মাটির লাগবে নাকে ঘ্রাণ
মন ভালো হয় বৃষ্টি তুমি এলে।

IMG-20230301-WA0033.jpg

উমর ফারুক

Leave a Reply