inbound145689635978085355 U4knoIWOyuej
inbound145689635978085355 U4knoIWOyuej

ভারত

মাহে রমজান

আনারুল ইসলাম প্রামাণিক

ভাগ্যে ফলে বছর ঘুরে
আবার রমজান এলো
রোজা রেখে ঈমান বাড়ে
সত্যে পথের চলো।

রাখলে রোজা বাড়বে নেকি
মরলে পরে তবে,
সকল পাপের বিনাশ ঘটে
স্বয়ং সাথে রবে।

কোরান নাজিল রমজানেতে
রবের দেওয়া দানি,
তাইতো মোরা কোরান পাকের
জীবন দিয়ে মানি।

শক্ত ঈমান গড়তে হলে
সালাদ কায়েম করি,
তারে মাঝে শান্তি মেলে
কোরান হাতে পড়ি।

নাজাত পেতে হলে তবে
চাই যে নামাজ রোজা,
সকল পাপের বিনাশ ঘটে
বিধান আছে সোজা।

inbound145689635978085355 U4knoIWOyuej

Anarul islam Pramanik

Leave a Reply