মধুর সকাল যে মানুষ উপহার দেয় ;
সেই মানুষই একদিন সকাল,দুপুর রাত সব কেড়ে নেয়।
যে মানুষ আজীবন পাশে থাকার ভরসা জোগায় ;
জীবনের মাঝপথেই সব হিসেব চুকিয়ে মানুষটা হারায়।
থেকে যাওনা ক্ষতি কি তাতে ;
একটা মানুষকেই রেখে দাও জীবনের প্রতিটা প্রভাতে।
তানভীর ইসলাম ইভান