You are currently viewing ভাষা দিবস

ভাষা দিবস

১৯৬১ সালের ১৯ শে মে’র অহিংস ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন।

ভাষা দিবস

ছন্দা পাল।

তোমাদের ভুলিনি, ভুলবোনা কোনোদিন।
বুকের রক্ত ঢেলে এনেছো মাতৃভাষার অধিকার।
তোমরা শহীদ,অমর
মৃত্যুঞ্জয় বীর বরাক উপত্যকার।
সেদিনের পৈশাচিক নৃশংসতা
করেছে তোমাদের মহীয়ান—
বাংলা ভাষা, মায়ের ভাষা
তোমরা এনেছো মাতৃভাষার অধিকার—
তোমরা ভারত মায়ের কৃতী সন্তান, তোমরা নির্ভয়!
১৯ শে মে’র অহিংস ভাষা আন্দোলনে ,তোমরা চিরজয়ী চির অম্লান, তোমাদের আত্ম বলিদান!
হে মহান ভাই , বোন আমার,
তোমাদের তরে বিনম্র শ্রদ্ধা
জানাই, জানাই করজোড়ে নমস্কার।

——————————————————————–

inbound5140101154154868291.jpg

ছন্দা পাল

Leave a Reply