(লিমেরিক)
ভেজাল
—দীপক বেরা
নকল- ভেজালে ছেয়ে গেছে, বিকোচ্ছে সব সস্তায়
ওষুধটা অন্তত দেখে কিনিস, নইলে সোজা চিতায়।
ভেকধারী আনাচে কানাচে
মাপছে তোকে আগে পিছে
ছায়ার অঙ্ক মিলিয়ে দেখিস, যে হাঁটছে পাশে রাস্তায়।
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০|০৫|২০২৩
DIPAK BERA