প্রিয়াঙ্কা

মনখারাপের সন্ধ্যে

মনখারাপের সন্ধ্যে


আলোয় রাঙা চৈত্রের বিকেলে বসন্তের কোকিল শুনিয়ে যায় ভবিষ্যতের কিছু নেতিবাচক গল্প, কিছু হারিয়ে যাওয়ার গল্প, আবার কোথাও কিছু নতুন শুরুর গল্প। বিরামহীন ভালোলাগার অভ্যেসে যা কিছু নিজের বলে ভাবা হয় তা হারিয়ে যায় আপন খেয়ালে। থেকে যায় শুধু অলিক কল্পণাগুলো।
গল্প শোনার পর হৃদয়ের সিন্দুকে থাকা বিষণ্ণতা হুট করেই বাইরে বেরিয়ে আসে। বিষণ্ণতাকে জাপটে ধরে একটা মনখারাপের সন্ধ্যে নামে মসজিদের আজান আর মন্দিরের ধূপ-দীপের ধোঁয়া মেশা শঙ্খ ধ্বনির সঙ্গে। বসন্তের চৈত্রে এমন পবিত্র মুহূর্তেও চারপাশে যেন বাজে বিষণ্ণতার পালাগান।


©প্রিয়াঙ্কা🍁

প্রিয়াঙ্কা

Priyanka Ghosh

Leave a Reply