ভীষন মন খারাপ…
চলে যান খোলা আকাশের নিচে। সন্ধ্যায় গা ছোঁয়া হালকা বাতাসে জোনাকি পোকাদের আবছা আলোয় একটা খোলা মাঠে খোলা আকাশের নিচে একাকী বসে পরুন, প্রান খুলে নিশ্বাস নিন। আকাশের বুকে থাকা চাঁদ তারাই হোক না একাকীত্বের বন্ধু! মন খুলে তাদের সাথে কষ্ট গুলো শেয়ার করুন। দেখবেন আকাশের বিশালতায় হারিয়ে যাবে আপনার কষ্টগুলো। কিছু সময়ের জন্য হলেও নিজেকে সবচেয়ে সুখি মনে হবে আপনার!!❤️
– নদীর নিস্তব্ধতা আর আকাশের বিশালতায় আপনার মন হারাতে বাধ্য। অন্যের জন্য ত অনেক সময় ব্যয় করেছেন, এবার না হয় নিজেকে একটু সময় দিন। নিজেকে প্রয়োরিটি দিতে শিখুন। পৃথিবীতে সবাই স্বার্থপর! আজ যে আছে কাল যে সে ই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই।নিজের মন ভালোর দায়িত্ব এখন থেকে না হয় নিজেই নিয়ে নিন!
– প্রকৃতিকে বন্ধু করে নিন নিজের কল্পনার জগতে। প্রকৃতি কখনো ঠকাবেনা আপনাকে। আপনার জগতে আপনিই সেরা, আপনিই সুখি মানুষ!🥰
শাহরিয়ার হোসেন
শাহরিয়ার হোসেন