মন যখন ফেরিওয়ালা
ডাঃমোঃআব্দুল আলিম (বাঙালি)
মন যখন এক ফেরিওয়ালা
থাকবে কি আর মনের আশা,
একদেশ হতে আর একদেশে
জানতে হবে অনেক ভাষা।।
জীবন নামের চন্দন মালা
হাতে নিতে নেইকো মানা,
পরিশ্রম ছাড়া সাফল্যতা
দিতে পারে বড় হানা।
কালো হোক আর ফর্শা হোক
মনটা হবে অনেক ভাল,
সময়ের তালে মিলে যাবে
যদি থাকে মনের আলো,,,,,,,,,
ডাঃমোঃআব্দুল আলিম (বাঙালি)