সাঁওতাল পরগনার ‘ দুমকা ‘ নামের এক শহরে
১৯০৮ সালের ১৯ শা মে , হরিহর – নীরদা দেবীর কোলে
অষ্টম গর্ভজাত সন্তান হয়ে জন্ম যে নিলে ।
প্রবোধ কুমার পিতার আদরের ‘ মানিক ‘ যে হোলে
অনেকের কান্না তুমি লেখেগেছ তব লেখনী তে – –
নিজের কান্না ঢেকে দিয়েছো গান গাওয়ারই ছলে ।
” অতসী মামী ” গল্পের হাত ধরে বাঙলা সাহিত্যে এলে
” দিবারাত্রির কাব্য ” উপন্যাস প্রথম উপহার দিলে ।
” পদ্মানদীর মাঝি ” ” পুতুল নাচের ইতিকথা ” উপন্যাসে
‘ মাসি পিসি ‘ র গল্প তোমায় জনপ্রিয় করল যে ।
ছেলেবেলায় গরম মিষ্টি লুকিয়ে মুখে নিলে পুরে ,
আগুন নিয়ে খেলতে বসে গোড়ালী গেল পুড়ে ।
এক ফোঁটা ও চোখের জল সেদিন ফেলোনি যে তুমি
চিৎকার – কান্নার বদলে গান ধরেছিলে সুরে ।
‘ কুবের – কপিলা ‘দের জীবন কাহিনী
ভাসছে দেখো পদ্মা নদীর ঘোলা জলে ।
রোগ ভোগে ১৯৫৬ সালের ৩ রা ডিসেম্বর
যাত্রা করিলে তুমি অনন্ত লোকে ।
বিকাশ চন্দ্র মণ্ডল