inbound2215473692295727863
inbound2215473692295727863

মানুষ হও তবে

মানুষের মতো যদি মানুষ
তুমি চাও হতে,
অপরাধ করো না, আসো –
কুরআনের পথে।

বিদ্যা- বুদ্ধি আছে তোমার
যত খানি পড়ে,
সবটুকু বিলিয়ে দিতে পারো
জন সেবার তরে।

মানুষ ভবে হতে চাইলে
পূণ্য কর তবে,
ভোগবিলাসী ছেড়ে দিলে
মানুষ হবে ভবে।

অহংকার ও ছেড়ে তুমি
পুষতে পারো মনে,
আনন্দ টাও ভাগ করে নাও
পড়শী লোকের সনে।

হিংসা রোগ যাহার মনে
মানুষ নহে হয়,
হিংসুটে আর অহংকারী
সর্ব লোকে কয়।

মানুষ যদি হতে চাও ভবে
হিংসা তুমি ছাড়ো
ভবের মাঝে তবেই তুমি-
মানুষ হতে পারো।

inbound2215473692295727863

মোঃ আলী সোহেল

Leave a Reply