You are currently viewing মায়ের আঁচল

মায়ের আঁচল

মায়ের আঁচলে জড়িয়ে আছে
অনেক আদর অনেক আশা।
ছেলেবেলার অপার শান্তি,
স্নেহ, মমতা আর গভীর ভালোবাসা।
মায়ের আঁচলটাই পায় পরিচিত
নিরাপদ আশ্রয় স্থলের কদর।
গামছা, রুমাল তথা রৌদ্র বৃষ্টির ছাতা
আর কনকনে শীতের বেলার চাদর।
চারটি পয়সা চাইলে পরে ঘরে ঘরে
মায়ের আঁচলের খুঁটটি সকলেই ধরে।
দোষ করলে পরে গুটি গুটি পায়ে
হয়ে যায় সব দোষেরই যেন তক্ষুণি ছুট।
খুঁজে কি আর পাবো ? আজ বড় হয়ে পরে
ছেলেবেলার সবচেয়ে প্রিয়
মায়ের সেই প্রিয় আঁচল টাকে?
মোদের দেখানো পথে মা যে এখন
আমাদের ছেড়ে বৃদ্ধা শ্রমেই থাকে।

Screenshot_20230514-084841_Facebook.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply