মা
দীপঙ্কর বেরা
মনের মঞ্জিমা খোঁজে কোলের আদর
পৃথ্বী জুড়ে তাই দেখি স্নেহ সমাদর,
মূর্তিখানি ঠাঁই দেয় মনের আরাম
মাগো, তোমার চরণে শান্তি সুখধাম।
তোমার ভালোবাসার হৃদয় অঞ্চল
আমার সমৃদ্ধ প্রাণে শান্তির সম্বল
প্রাণের বর্ণমালায় সতেজ যে স্নান
দুঃখ কষ্ট ব্যথা মাগো হয়ে যায় ম্লান।
দয়া মায়া ও ক্ষমার প্রতিমূর্তি তুমি
আগুয়ান কর্মযজ্ঞে তুমি ভিত্তিভূমি।
মমতার সযতনে চৈত্তিক শীতল
ছায়ার মাধুর্য মোহ আনন্দ বিহ্বল,
তোমার আলেখ্য পূজি হৃদয়ে আকুল
পরম আশ্রয়ে আমি কুড়াই বকুল।
মা বললে
দীপঙ্কর বেরা
মা বললে আমি আজও কান পেতে শুনি।
ভাষা যে এত মধুর হয়
মনের কথা হয়
প্রাণের আকুল হৃদয় হয়
বেঁচে থাকার আমরণ অঙ্গীকার হয়
মা বললে বুঝতে পারি,
আমি তাই আজও
মা বললে কান পেতে শুনি।
মায়ের ভালোবাসা
দীপঙ্কর বেরা
শিশু আগুন আর গোলাপ
দুটোকেই ধরতে চায়,
তার মা তার সামনে এসে দাঁডায়।
বার বার মা তার শিশুকে
আগুন আর গোলাপের অবস্থান বোঝায়।
যারা মাকে অন্তর দিয়ে ভালোবাসে
তারা গোলাপ বাগানে
আগুনের পরশমণি হয়ে যায়;
বাকীরা আগুনে পুড়িয়ে দেয়
যুগ সৃষ্টির গোলাপ।
মাগো
দীপঙ্কর বেরা
মা যে আমার সাথেই আছে
আমার হৃদয় মাঝে
আদর করে মায়ের ডাক যে
শুনছি সকাল সাঁঝে ।
পেছন থেকে ডাকছে মাগো
খোকা, সাবধানে যাস
দুঃখ কষ্ট পথের মাঝেও
আমার সুখের বাস।
মাগো, তোমার স্নেহ আদর
আমার চলার পথে
কত যে লড়াই দেয় শিখিয়ে
পায়ে পায়ে চলতে।
মাগো, তুমি কত যে রূপে
আমাকে রাখো ঘিরে
তোমার কোলে আমার জন্ম
হয় যেন ফিরে ফিরে।নমস্কার
দীপঙ্কর বেরা