মা
পলক দাস
সকাল হতে রাত অবদি
কষ্ট করেন তিনি,
তাঁর খবর কেউ রাখে না
আমরা সবাই তাকে চিনি।
বিপদে আপদে কেউ থাকে না পাশে
সর্বদা পাশে পাবে তাঁকে,
সবার খেয়াল রাখেন তিনি
“মা” বলি আমরা যাকে।
দু:খ-কষ্ট, বেদনার কালে
মুখে হাসি ফোটাতে সে জানে,
সবার কথা মাথায় রেখে
সবাইকে সে মানে।
পরিবারের সব কাজ করেন সারাদিনে
কি পান তিনি দিনশেষে?
মা বলে ডাকলেই যেন মনে করেন
সার্থক হলো জীবন অবশেষে।
পলক দাস