You are currently viewing মিস করছি

মিস করছি

মিস করছি
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ২০/০৪/২০২৩ ইং
~~~~~~~~~
তোমাকে ভালোবাসতে গিয়ে
আমার আমিকে ভুলে গেছি
মিলাতে পারি না সময়ের হিসাব নিকাশ
যেদিকে তাকাই তোমাকে ছাড়া
আর কিছুই দেখি না ,
বুঝতে পারি না কি করলে আমার মতো
করে তুমিও ভালোবাসবে আমাকে !
তোমাকে ভালোবাসতে গিয়ে
চিরকালের বন্ধুটি ঘুম সেও আমাকে
ছেড়ে চলে গেছে
কখনো ঘুমে চোখ জড়িয়ে এলেই
চমকে উঠি তোমার ডাক শুনে !
মাঝরাতে মনে হয় তোমার কল এসেছে
অমনি হন্তদন্ত করে মোবাইল হাতে
নিয়ে দেখি মোবাইল সুইসড্ অফ !
তোমাকে ভালোবাসতে গিয়ে আমি
অনেকটা নির্লজ্জ হয়ে গেছি ,
কলেজের গেইটে দাঁড়িয়ে তোমার
আগমন ও প্রস্থানে তোমাকে এক নজর
দেখবো বলে চাতক পাখির মতো
তৃষ্ণায় মরে যাই ,
একাকী পথ চলতে চলতে হঠাৎ
মনে হয় তুমি পেছন থেকে দৌড়ে এসে
জড়িয়ে ধরে আমাকে বলছো বুঝি
এইই আমাকে না নিয়ে একা একা
কোথায় চলেছো তুমি ?
তখনি আমি ভিরমি খেয়ে পড়ি
রাস্তার মাঝখানে ,
তোমাকে ভালোবাসতে গিয়ে
প্রতিটা মুহুর্তে মনে হয় আমি ভীষণ
মিস করছি তোমাকে
ভীষণ মিস করছি।

IMG_20230401_163307.jpg

স্বপন কুমার বৈদ্য

Leave a Reply