inbound7888258747638477524
inbound7888258747638477524

মুক্তিযুদ্ধের স্মৃতিকথা

“মুক্তিযুদ্ধের স্মৃতিকথা”

বীরমুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দিন সরকার এর মুক্তিযুদ্ধের স্মৃতিকথা:-

সাধারনের মাঝে অসাধারন হয়ে উঠা এক যুবক
মোঃ আফাজ উদ্দিন সরকার ০১/০৯/১৯৫৪ খ্রিঃ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুরে জন্মগ্রহণ করেন।

বাবা বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল সরকার, মাতা- মাছিরন বিবির তৃতীয় সন্তান মোঃ আফাজ উদ্দিন সরকার।

শৈশব থেকে তিনি অত্যন্ত ডানপিটে, চঞ্চল ও তুখোর মেধাবী ছাত্র ছিলেন। তিনি নিয়মিত রেডিও শুনতেন ও পত্র-পত্রিকা পড়তেন।

১৯৭১ সালে এপ্রিল মাসে পাক বাহিনী গ্রাম আক্রমন করেন।
চাচাতো ভাই শমসের আলী পাক সেনাদের হাতে গুলিবিদ্ধ হলে তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন।

১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে ছোটবোনের ছাগল বিক্রি করে বন্ধুদের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনের জন্য ভারতে যান।

প্রথমে বালুরঘাট খামারপাড়া রিক্রুট ক্যাম্পে, পড়ে দার্জিলিং মুজিবক্যাম্প ভারত এ সশস্ত্র প্রশিক্ষণ গ্রহন শেষে জুনের প্রথম সপ্তাহে উইং কমান্ডার আবুল বাশার এর অধীনে ৬ নং সেক্টরে পড়ে সাব-সেক্টর ভজনপুরে ( হিমকুমারী) ক্যাপ্টেন নজরুলের অধীনে সশস্ত্র মুক্তিযুদ্ধ ও সম্মুখ অপারেশনে অংশগ্রহন করেন।

নভেম্বরে এক অপারেশনে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের ক্যাম্পে আঘাত হানে তুমুল লড়াই হয় সেই অভিযানে। আফাজ যুদ্ধে শহীদ হয়েছে বলে বাড়িতে খবর আসে।

সেদিন স্বজনদের আত্ননাদে পুরো গোপীনাথপুরবাসী কেঁদে ছিল,
কিন্তু না আফাজ শহীদ হয়নি যুদ্ধশেষে বীরবেশে স্বাধীন দেশে বিজয়ের পতাকা নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসে।

সেই খুশিতে গ্রামবাসীকে খাসি জবাই করে খাইয়েছিল পিতা আব্দুল সরকার।

মুক্তিযুদ্ধে মোঃ আফাজ উদ্দিন সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এক নজরে মোঃ আফাজ উদ্দিন সরকার :-

পুরো নাম : মোঃ আফাজ উদ্দিন সরকার

ডাকনাম : আফাজ

পিতা- মৃত্যু আব্দুল সরকার

মাতা- মৃত্যু মাছিরন বিবি (পাতানী বিবি)

স্ত্রী- মোছাঃ ফিরোজা খাতুন

গ্রাম : গোপীনাথপুর

ডাকঘর: বুড়ীরপুকুর হাট

উপজেলা : বদরগঞ্জ

জেলা: রংপুর।

বিভাগ : রংপুর।

জন্ম-০১ সেপ্টেম্বর ১৯৫৪

শিক্ষাগত যোগ্যতা- এসএসসি পাশ

জীবিত কালীন পেশা : ব্যবসা

বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা
প্রথম পর্ব প্রকাশের তারিখঃ২৫/০৩/২০২১
ক্রমিক নম্বর-৫৫৪, বদরগঞ্জ উপজেলা ক্রমিক নং-৪৯

মুক্তিযোদ্ধা নম্বরঃ ০১৮৫০০০১০৩৫,

গেজেট নং-৫৬২ (২৩ মে ২০০৫, পৃষ্ঠা-৪৪৮০)

মুক্তিবার্তা নং-০৩১৩০৩০০২৪

ভারতীয় তালিকা নং- ৩৮৩৫৪ (খন্ড-৫, বই-১৫৬)

এফএফ নং- ২৯/৫২

সাময়িক সনদ নং- ৩৫০১ ক্রমিক নং-২৬

সহযোদ্ধাঃ তোজাম্মেল হোসেন (তোজাম্মেল মাস্টার)

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত সনদ নং- ৩৫৯২১ তারিখ- ১৯ নভেম্বর ২০০০।

সেক্টর নং- ৬

সেক্টর কমান্ডার- উইং কমান্ডার আবুল বাশার

সাব-সেক্টর কমান্ডার -ক্যাপ্টেন নজরুল

ট্রেনিং সেন্টার- দার্জিলিং (মুজিব ক্যাম্প),ভারত

যুদ্ধকালীন সময় অবস্থানঃ সমগ্র রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চল ।

পরিবার (সন্তান-সন্ততি):-

১। মশহাদী কামাল ফিরোজ (সন্তান)
(বাংলাদেশ পুলিশ, এসআই)
স্ত্রী- উম্মে হাবিবা আক্তার মিনা
সন্তান: এম,কে ফুয়াদ
টি, এইচ তামিম

২। মোছাঃ নাজমা আক্তার (সন্তান)

৩। মোঃ জাকারিয়া শামীম (সন্তান)
(বাংলাদেশ পুলিশ)
স্ত্রী- মোছাঃ শামিমা আক্তার রিয়া
সন্তান: মোঃ আব্দুর রাফি
আব্দুল্লাহ

৪। মোঃ মির্জা জাকির (সন্তান)
(উপজেলা প্রশাসন)
স্ত্রী- মোছাঃ নাজমিন আক্তার সুমি
সন্তান: মোছাঃ মিফতাহুল জান্নাত
মোঃ সা’দ সাইফান

বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দিন সরকার মৃত্যু বরণ করেন- ২০ অক্টোবর ২০০৬ খ্রিঃ (শুক্রবার)।

inbound7888258747638477524

মোঃ মির্জা জাকির

Leave a Reply