inbound835941979898363364
inbound835941979898363364

মুক্ত ডানা

মুক্ত ডানা
—দীপক বেরা

আজ আমার মুক্ত ডানায় পড়ছে ধরা চিন্তারা
মনোবিদও পায় না খুঁজে মনের ঝরনা ধারা
নিপুণ তুলিতে শুধু ছবির ভিতর ছবি আঁকা
বাঁচার পাশে কোনও জাদু নেই জানি
শুধু চাই, —একটা প্রবল জলোচ্ছ্বাস—
যাবতীয় উপেক্ষায় আজ ঘৃতাহুতি দিয়ে
অপমান ছিঁড়ে ভেসে যাব উদাসীনতায়
কত রঙিন সাধ ছিল মনে, সাধ্য ছিল না ডানায়
সব অভিমান সরিয়ে, চোখের জল লুকিয়ে
অনেক পরাজয়ের পর আশাভঙ্গের আলোয়
রঙ মেখে ডানায়, উড়ে যাব এক মহান উচ্চতায়
জ্বালাব পূর্ণতার পাশে নিশ্চিত জয়ের রংমশাল!

টালিগঞ্জ, কোলকাতা
রচনাকাল : ৩০|১১|২০২০

inbound835941979898363364

DIPAK BERA

Leave a Reply