A P U R B O
A P U R B O

মেয়েদের নিয়ে কিছু কথা

মেয়েদের নিয়ে কিছু কথা _চোখের পানি চলে আসলো🙂💔
বউ:-শুনছো আমার হার্ডটা না খুব ব্যথা করছে! একটু উঠবে?
স্বামী :-ধুর!! এতো রাতে রাত জেগে কি বলো এগুলো? শুয়ে পড়ো! কয়টা বাজে দেখেছো? কাল অফিস আছে আমার।
বউ অসহ্য বুকের ব্যথা নিয়ে রাত টা কাটিয়ে দিলো!
——–সকালে……!!
বউ-: মা শুনছেন?! আমার বুকটা কাল রাত থেকে প্রচুর ব্যথা করছে।
শাশুড়ি -: ঐ হবে গ্যাস্টিকে! যাও ঔষুধ খেয়ে কাপড়,বিছানা চাদর সব ধুয়ে আনো।।। যাও তো দেখি,অনেক বেলা হয়ে গেলো।
প্রচুর ব্যথা নিয়ে সব কাপড় ধুয়ে,
বউ -মা আমি একটু doctor এর কাছে যাবো?
শাশুড়ি -:এই হচ্ছে তোমাদের মেয়ে ছেলেদের সমস্যা,কিছু হবে না ওমনি doctor…. আমাদের কে দেখো,একা হাতে সব সংসার সামলেছি,জীবনে doctor কেমন চোখেও দেখিনি।
বউ-:আসলে মা বুকটা খুব ব্যথা করছে। সহ্য হয়না আর।আমি কি আমার মা কে call দেবো? তিনি এসে নিয়ে যাবেন আমায়?!
শাশুড়ি -:এই তো আসল কথা।কি বাপু বাপের বাড়ি যাবে তো,তা তোমার স্বামীকে বললেই যেতে পারতে এতো নাটকের কি আছে??
বউ-:মা আসলে খুব ব্যথা…………….
শাশুড়ি -:হয়েছে! call দাও। বলো আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো,বেড়াতে যাবো কদিনের জন্য!
আর শুনো পারলে বাপের বাড়ি থেকে আর ফিরে এসো না কোনো দিন।
বউ-:থাক মা! আমার ব্যথাটা অনেক কমে গেছে।ভালো আছি এখন।(বিয়ের পর স্বামীর বাড়িটাই তো মেয়েদের শেষ ঠিকানা হয়)!
———–২ দিন পর! মেয়েটা যখন পৃথিবী ছেড়ে চলে গেলো!
শাশুড়ি -: দেখ বাপ! তোর বউ কে বার বার বলেছিলাম doctor এর কাছে যাও,doctor এর কাছে যাও, আমার কথা কানেই নেয় নি।এখন আর কেঁদে কি করবি।
ভূলে যা ওসব।
——–৪ মাস পর।
ছেলেটা, ও তার পরিবার একটা নতুন জীবন পায়।
নতুন বউকে নিয়ে তাদের সুখের সংসার!
দূরে একটা কবরস্থান থেকে মেয়েটার দীর্ঘ শাস কেউ শুনতে পায়না।😒
আসলে এটাই হচ্ছে মেয়েদের জীবন 😊😊

A P U R B O inbound908599867716350042

A P U R B O

Leave a Reply