You are currently viewing রবি-কবি-বিশ্বসেরা

রবি-কবি-বিশ্বসেরা

রবি-কবি–বিশ্বসেরা

কলমে–ছন্দা পাল

নতূন বৌঠানের প্রীতির আঁচলে বাঁধা রবি,
বিশ্বের দরবারে শ্রেষ্ঠ কবি।
কাদম্বরী রবি ঠাকুরের খেলার সাথী —
নন্দন-কানন মাঝে কবি নতূন বৌঠানের সমব্যথী!
অবহেলে থরথর কেঁপে উঠতো হিয়া,
কত রাত বিরলে কাঁদত
অভিমানী প্রিয়া।
জীবন সাথীকে পাওয়া হয়নি জীবনে —
শুধু পেয়েছিল,রবির ভালোবাসা শূন্য মনে!
হাজার তারার মাঝে হারাতো নিজেকে,
তবু আঁকড়ে ধরেছিল একটি জ্বলজ্বলে নক্ষত্র কে!
তেতলার ছাদে নন্দন-কানন সাজিয়েছিল নিজ হাতে —
রবি ছিল তাঁর প্রিয়বন্ধু,অন্তরের নিভৃতে!

——————————————
২৪ শে বৈশাখ ১৪৩০

inbound6675762933995263389-0.jpg inbound7998244666382075144-1.jpg

ছন্দা পাল

Leave a Reply