You are currently viewing রাজা রামমোহন রায় স্মরণে

রাজা রামমোহন রায় স্মরণে

রাজা রামমোহন রায় স্মরণে

বিকাশ চন্দ্র মণ্ডল

২২/০৫/২৩

জন্ম ১৭৭২ সনের শুভ ক্ষণে ২২ শে মে
বাংলার নব জাগরণের প্রথম ঋত্বিক,
রাজা রামমোহন রায় হলেন ভারত পথিক ।
হুগলি জেলার রাধানগর গ্রামে তব ধাম
পিতা রামকান্ত রায়, মাতার তারিণী দেবী নাম।
মূর্তি পূজোয় অবিশ্বাসী, মাতৃ ভক্তিতে যে প্রণম্য
সতীদাহ প্রথার নামে নিষ্ঠুর নিয়ম ছিল যে জঘন্য।
লর্ড বেন্টিং এর সহায়তায় নিষিদ্ধ করিয়ে দিলে
” সংবাদ কৌমুদী ” নামে সংবাদ পত্র প্রকাশিলে
ইংরেজী শিক্ষার বিস্তারে তুমিই তো অগ্রদূত হলে।
সর্ব ধর্ম সমন্বয়ে নূতন ধর্ম মত ব্রাহ্ম ধর্মের করলে প্রবর্তন
১৮২৮ সালে দ্বারকানাথের সাথে ব্রাহ্ম সমাজ ও
ডেভিড হেয়ার কে নিয়ে হিন্দু কলেজের করলে প্রতিষ্ঠা।
বর্তমানে যার প্রেসিডেন্সি কলেজ নামের পরিবর্তন
বাদশা ২য় আকবরের দেওয়া ” রাজা ” উপাধি তব ভূষণ ।
১৮৩৩ সনের ২৭ শে সেপ্টেম্বর ত্যাগিলে ইহলোক
শিক্ষাব্রতী তথা সমাজ সংস্কারক ভারত পথিক ।
রাজা রামমোহন রায়ের বৃষ্টল শহরে হয়ছে মৃত্যু বরণ
আজিকার বিশেষ জন্ম দিনে করি তব চরণ পূজন।
– – – () – – –

Screenshot_20230522-073843_Facebook.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply