রাণী
কবরীগীতি-০১ :-গীতিকার সৈয়দ ময়নুল কবরী
আমার মনের সিংহাসনে
তুমি হইলে রাণী
তোমারে দেখিলে জুড়ায়
শত দুঃখ্য গ্লানি!
পাড়াপড়শি আড় নয়নে
করে কানাকানি
বলে বলুক, ওদের কথা
আমি কি গো মানি-?
নিন্দুকেরই নিন্দার আঘাত
সইতেছে পরাণি
হাতের প’রে হাতটা রাইখা
শোনাও প্রেমের বাণী।
ছন্দে ছন্দে প্রেমের কাব্যে
তুমি শব্দের রাণী
লয় মাত্রা তালের ঝংকার
তোমার নূপুরধ্বনি..
কয় সৈয়দ ময়নুল কবরী
তনে মনে জানি
তুমি আমার রাজ্যের রাণী
উদলা ঘরের ছানি।
সৈয়দ ময়নুল কবরী