১.বিভার চোখে জন্ম নেওয়া শহর
শহর
প্রতিটি অস্তিত্ব সংকটের
মুহূর্তের জবানবন্দী,
কড়া নাড়ে জীবনের অমোঘ খেলা।
দিকে দিকে আলোর বিচ্ছুরিত কিরণ
যেন নতুন ভাবে বাঁচায় কাউকে
আবার পাখিদের নীড়ে
মৃত্যুর দিন গুনাই।
রিকশাওয়ালার কমদামি সিগারেটের
ধোঁয়ায় যখন মাঝে মাঝে
জেগে ওঠে রবী, নজরুল,
তখনি শহরে নামে রাত।
এই শহরকে ঘিরে যখন
এতো আয়োজন
তখন হোক আরেকবার যাওয়া
বিভার চোখে জন্ম নেওয়া শহরে।
২.বিভা ৫
রাফাত আহমেদ
তোমার অজস্র সঙ্গীতের
মহাদেশে
শুধু ঠাঁই পাবার জন্য
তালিম দিয়েছিলাম,
তোমার স্বরের কাছে।
তারপর তোমার স্বর আমার গলায়
গ্রীষ্মের যান্ত্রিক পানি হয়ে ঢুকলো,
অতঃপর…
ভালোবেসে গেলাম মৃত্যু অব্দি
বিভা সঙ্গীতকে
৩.অসুস্থ
রাফাত আহমেদ
আমার একবার বাঁচার স্বাদ হয়েছিল,
চিকিৎসকের কাছে না গিয়ে আমি
তোমার কাছে গিয়েছিলাম,
নব্য অসুস্থ এই আমাকে ফিরিয়ে দিয়েছো
নাকি গ্রহণ করেছো টের পাইনি,
কারন আমি অসুস্থ।
৪. বিভা
রাফাত আহমেদ
ফিরতি পথে
আবার নতুন কোনো সাজে
বিভাকে সাজায়
পৃথিবীর বিউটিশিয়ান,
এই গ্রহে এসে
সে রানি হবে
কাঁঠাল পাতার ভাঁজে
লুকিয়ে রাখবে
কতিপয় পোঁকাগুলোকে,
সকল পিঁপড়াদের সুশীল সমাজের
ছাড়পত্র দিয়ে,
তদন্ত করতে দেবে মহাযুদ্ধের…
প্রেম প্রেমিকের অস্তিত্বের
মাঝে শুধু বিভায় সত্য
বিভায় দেবী।
৫.Goddesses and Gods
Rafat Ahmed
Why so far?
From my leg to head.
Innocent like them
Getting drunk on the surface of sky.
With the assurance of hell
Well done Goddesses and Gods…
রাফাত আহমেদ