তুমি চলে যাবে বললেই হতো-
অন্তত তোমার মায়ায় জড়াতাম না
তোমাকে কাছে পাওয়ার জন্য তীব্র আক্ষেপ পোষণ করতাম না
রং তুলিতে তোমার ছবি এ মনের করিডোরে আকতাম না
তোমায় নিয়ে ভালোবাসার গুচ্ছ কবিতা গুলো লিখতাম না
তোমায় নিয়ে নিদ্রাপূর্ণ রাত জেগে জেগে স্বপ্ন বুনতাম না
হাজারটা বুলেট বুকে বিদ্ধ হলেও তোমার নাম বুক থেকে মুছতাম না
জোছনা শোভিত রাতে কল্পনায় তোমার স্মিত হাসির প্রেমে পড়তাম না
হাজারটা প্রেম করতাম; অন্তত তুমি চলে গেলে যাতে তোমাকে পাওয়ার ইচ্ছে পোষণ করা না লাগে
স্মৃতির শহর তৈরি করতাম না; যে শহর হতে স্মৃতি উড়ে গেলে আগুনে জ্বলে-পুড়ে মরতে হয়
আকাশের পানে তোমার নামে উড়ো চিঠি পাঠাতাম না
শত দূরত্বের ব্যবধান ঘুচিয়ে কাছে টানতাম না
গোটা এক জান্নাতের শহর তৈরি করতাম না
কিছু সময়ের জন্য হলেও তোমার সাথে পথে পথ মিলিয়ে চলতাম না
তুমি চলে যাবে বললেই হতো-
ক্ষণে ক্ষণে আমি একাকী ভোগ করতাম না
শীত-বসন্ত,ভালোবাসার ঋতু সাজাতাম না
তুমি চলে যাবে বললেই হতো-
তোমাকে কখনো ভালোইবাসতাম না।….
শাহরিয়ার ইসলাম পল্লব