শাহরিয়ার ইসলাম পল্লব

তখনো বুঝিনি ভালোবাসা কাকে বলে?

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
শাহরিয়ার ইসলাম পল্লব

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন তুমি ছিলে এ হৃদয়ের অন্তস্থল জুড়ে…

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন তুমি ছিলে আমার আকাশে মেঘ-বৃষ্টি হয়ে..

তখনো বুঝিনি?ভালোবাসা কাকে বলে?
যখন তুমি ছিলে আমার অন্ধকারাচ্ছন্ন জীবনকে আলোকিত করে…

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন না বুঝেই বলেছিলাম ভালবাসি তোমাকে…

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন হেটেছিলাম হাতে- হাত রেখে অচেনা পথ ধরে…

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেছি চেনা কোন পার্কের আবঢালে…

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন তুমি বলেছিলে বাঁচবে না আমায় ছেড়ে আর আমি তোমায় ছেড়ে…

তখনো বুঝিনি?ভালবাসা কাকে বলে?
যখন মুঠোফোন এ ফোনে তোমার প্রশ্নের উত্তর দিতাম যখন-তখন আনমনে …

তখনো বুঝিনি? ভালোবাসা কাকে বলে?
যখন প্রেম রচনা করতাম তোমায় নিয়ে চিঠির ভাঁজে…

এ সবই ছিল আমার আবেগ ধুলোবালি জমা এ শহরে..
এখন তুমি আমায় ছেড়ে বহুদূরে।
আমার কবিতা তোমায় খুঁজে- ফিরে চেনা সেই পথের সাজে..
লাল-নীল শহর ছেড়ে তোমাকে নিয়ে যেতে ইচ্ছে করে জোনাকির আলোর কোনো দেশে…
হারাতে মন চায় স্নিগ্ধ কোন প্রেমময় বাতাসের খোঁজে…
যাবে কি আমার সাথে, হারাবে কি হাতটি ধরে?

কারণ তখনো বুঝিনি প্রিয়? ভালোবাসা কাকে বলে?

শাহরিয়ার ইসলাম পল্লব

শাহরিয়ার ইসলাম পল্লব

Leave a Reply