তখন আমরা আর কোনো ট্রাফিক সিগন্যাল না মেনে— ঝিরি বৃষ্টি’র শহুরে একের পর এক পথ হেঁটে যাচ্ছি
পথের গলিতে কৃঞ্চচূড়ায় ভরে গেছে, শহুরের পথে মানুষগুলো ছাতা হাতে নিজ নিজ কাজে যাচ্ছে—
কেউ বা বাসে, কেউ বা পাঠাওয়ের পেছনে চেপে
তাদের ভিষণ তাড়া!
আর আমরা নিরবতা শুনশান
একের পর এক গলি পেরিয়ে, কোনো ধরনের গন্তব্যহীন ভাবে হেঁটে -ই যাচ্ছি!
এভাবে যেতে যেতে, নিরবতা ভেঙে তুমি তখন বলে উঠলে
আরও কতো পথ পেরোলে— আমি তোমার আঙ্গুল ছুঁয়ে
ঝাপটা মেরে বাহুতে মাথা রাখতে পারবো!
তখন— আমি নিজে ই আর কোনো লজ্জায় না পড়ে জড়িয়ে ধরলাম মাঝপথে!
কৃঞ্চচূড়ার ডালে বসা দুটো চড়ুই পাখি আমাদের দেখে
ভিষণ লজ্জা পেয়েছিল!
তারা লজ্জিত হয়ে ডালপালা নাড়িয়ে উড়ে গিয়েছিল।
আর আমরা— তখন দীর্ঘ প্রেমে ডুবে গিয়েছিলাম।
অথচ— আমরা আর লজ্জিত হয় নি!
সীমান্ত হেলাল